সুজানগরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ পাবনার সুজানগরের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদ্মা নদীর চরভবানীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫(০১) ধারায় মুসা সরদার, নয়ন মোল্লা ও সোহান হোসেন নামে তিন ব্যক্তির প্রত্যেককে প াশ হাজার টাকা করে সর্বমোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন বলেও জানান তিনি। অর্থদন্ড প্রাপ্ত তিন ব্যক্তি পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের হুগলাডাঙ্গি ও বাহিরচর এলাকার বাসিন্দা।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *