নৌকাই করে অসহায় ছিন্নমূল ও শীতার্ত মানুষগুলোকে কম্বল দিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার

নাজিম উদ্দিন রানাঃ লক্ষ্মীপুরে ভাসমান জেলেদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার।

সোমবার (১৬ জানুয়ারি)দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী ঘাট এলাকায় প্রায় তিন শতাধিক অসহায় দরিদ্র জেলেদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় এসপি নৌকাই করে প্রতিটি পরিবারের সদস্যদের হাতে কম্বল, সোয়েটার ও চাদর পৌঁছে দিয়েছেন।

শীতবস্ত্রবিতরণের সময় পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সেলিনা মাহফুজ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রশাসন প্রবীর কুমার দাস ও লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোসলেহ উদ্দিন।

পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ জানান, দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

এর আগে গতকাল গভীর রাতে
লক্ষীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে অসহায় দুস্থ ও ভেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ কর্মকর্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *