January 15, 2025, 4:22 am
লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে এ আয়োজন করা হয়।
প্রয়াত সাংবাদিকরা হলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা-এটিএন নিউজের জেলা প্রতিনিধি মো. কাউছার, প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি এবং দৈনিক সবুজ দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল বাতেন।
প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল এর পরিচালনায় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা ও আলোচনা করেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন।