মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় “বেকার করো নিরসন,দেশের হবে উন্নয়ন” এই প্রতিপাদ্যক সামনে রেখে ন্যাশনাল সার্ভিস প্রকল্প পুনরায় চালু ও স্থয়ীকরণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদের সামনে ন্যাশনাল সার্ভিস কর্মীরা অবস্থান কর্মসূচির আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা ন্যাশনাল সার্ভিস পরিষদের সভাপতি রাহাত খন্দকার রনি, সাধারণ সম্পাদক রেজাউল করিম, এ্যাড. এছার উদ্দিন, তানিয়া বেগম, আলমগীর হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, ২ বছর মেয়াদি এ প্রকল্পে উপজেলার ৫ হাজার ৪৩৭ জন শিক্ষিত দক্ষ বেকার যুবক ও যুবরানীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল । কিন্তু প্রকল্পটি বন্ধ হওয়ার কারণে তারা বেকার হয়ে অতি মানবেতর জীবনযাপন করছেন। পুনরায় প্রকল্পটি চালু ও স্থয়ীকরনের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা। অবস্থান কর্মসূচিতে এই প্রকল্পের অসংখ্য যুবক ও যুবরানী অংশ নেন।
Leave a Reply