শেখ হাসিনা ক্ষমতায় থাকলে খেলাধুলাসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন হয়- ডা: এম এ এমএ আজিজ

আরিফ রববানী ময়মনসিংহ।।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর সাবেক মহাসচিব, বিএমডিসির চেয়ারম্যান, জনপ্রিয় ও কর্মীবান্ধব আওয়ামী লীগ নেতা, বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্হ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেছেন- জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে খেলাধুলাসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন হয়। তিনি বলেন- বর্তমান সরকারের নেতৃত্বে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ইভেন্টে উন্নয়ন হয়েছে বিধায় আমাদের বাংলার ছেলেরা ও মেয়েরা বিভিন্ন দেশে গিয়ে খেলাধুলায় অংশ গ্রহণ করে দেশের সুনাম অর্জন করেছে। আমাদের মেয়েরা সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে তিনি
ময়মনসিংহ নগরীর বয়ড়া সমাধানের মোড় এলাকায় স্বপ্নপূরণ যুব সংঘের উদ্যােগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্ণামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারপন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার উদ্ধোধন করেন বয়রা ছালাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা: বিলকিছ আক্তার রুমা ।

এসময় অধ্যাপক ডা: এম এ আজিজ ভাই সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার হয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান।

খেলার প্রধান অতিথি স্বাচিপ সাবেক মহাসচিব ও আওয়ামীলীগের স্বাস্হ্য বিষয়ক উপদেষ্টা ডা: এম এ আজিজ ভিডিও কলের মাধ্যমে খেলোয়াড়, আমন্ত্রিত অতিথি, এলাকার গর্ণমান্য ব্যাক্তিগনের সাথে সরকারের উন্নয়ন, শিশুদের খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন।

টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক । তিনি বলেন আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে । তাহলে শরীর স্বাস্হ্য ভালো থাকবে। এসময় উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অগ্নিবীণা যুব সংঘ প্রতিষ্ঠাতা উপদেষ্টা এবাদুল ইসলাম আকন্দ । টুর্ণামেন্টের ফাইনাল খেলার সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মারুফ ।

ফাইনাল খেলায় এস কে গ্রুপ ও মামা ভাগ্নে নামে দুটিদল অংশ গ্রহন করে । খেলায় মামা- ভাগ্নেদল ট্রাইব্রেকারে ১ গোলে বিজয়ী হয়েছে। বিজয়ীদল কে
দলীয় অধিনায়কের কাছে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার তুলে দেন যুবলীগ নেতা এইচ এম ফারুক । রানার্স আপ দলকে একটি ড্রেসিং টেবিল দেওয়া হয়। এছাড়াও টুর্ণামেন্টের সর্ব্বোচ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *