বানিয়াচংয়ে নগদ অর্থসহ ৬ জুয়ারি আটক

হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জমাধীসহ ০৬ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৩ জানুয়ারি রাতে অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, নেতৃত্বে এসআই/অঞ্জন কুমার নাহা, এসআই/রাজু বৈষ্ণব, এএসআই/সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় বানিয়াচং থানাধীন ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউ/পির অন্তর্গত আমিরখানী সাকিনে শ্রী শ্রী জয়কালী মন্দির এর বাউন্ডারীর পূর্ব পাশের খালি জায়গায় অভিযান পরিচালনা করিয়া নগদ টাকা ও ছয় গুটি (জান্ডু মন্ডু) দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ী ১। মোঃ কবিরুল ইসলাম (৩৮), পিতা-মৃত আদর মিয়া, স্থায়ী: গ্রাম- সন্দলপুর, ৮নং খাগাউড়া ইউ/পি, উপজেলা/থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ শরীফ উদ্দিন (২৫), পিতা-মৃত তাহের উদ্দিন, স্থায়ী: গ্রাম- লরজপুর, ১২নং ইউ/পি, উপজেলা/থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, ৩। সাদিক মিয়া (২৫), পিতা-মৃত আব্দুল হামিদ, স্থায়ী: গ্রাম- লরজপুর, ১২নং ইউ/পি, উপজেলা/থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, ৪। মোঃ ইদু মিয়া (৫০), পিতা-মৃত সফর আলী, স্থায়ী: গ্রাম- -যাত্রাপাশা, ৪নং ইউ/পি, উপজেলা/থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, ৫। মোঃ ফজলু (৪০), পিতা-মৃত মোঃ আঃ মুন্নাফ, স্থায়ী: গ্রাম -রুপরাজখার পাড়া, ২নং ইউ/পি, উপজেলা/থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, ৬। মোশাহিদ মিয়া (৩৬), পিতা-বজলু মিয়া, স্থায়ী: গ্রাম -রঘুচৌধুরীপাড়া, ২নং ইউ/পি, উপজেলা/থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ ও জুয়া খেলার ৫,২৩০/-(পাঁচ হাজার দুইশত ত্রিশ) টাকা, ০২টি জান্ডু মন্ডু খেলার বোর্ডসহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, জুয়া, চুরি, ডাকাতি নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *