নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। ‘সহ্রাই পরবের মধ্য দিয়ে আমরা একত্রিত হব’ এই শ্ল্গোানকে সামনে রেখে সহ্রাই পরব পালিত হয়েছে।
শনিবার সকালে গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার জয়কৃষ্ণপুর গ্রামে রক্ষাগোলা সমাজ সংগঠনের আয়োজনে, রক্ষাগোলা সমন্বয় কমিটির সহায়তায় ও সিসিবিভিওর একাত্মতায় ৪দিন ব্যাপী সান্তালদের জাতিগত উৎসব সহ্রাই পরব পালিত এ উৎসবে আশেপাশের সমস্ত সান্তাল জনজাতির গ্রামসমূহ পরবে অংশগ্রহণ করে। ৪দিনব্যাপী উৎসব ‘উম’ এর আনুষ্ঠানিকতার মাধ্যমে সহ্রায় পরবের সূচনা করে বঙ্গান, খুন্টও, জালি, সাক্রাত, দারাম, র্যালী, খেলা, শিকার করা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়।
সমাপনী পর্বে আলোচনা সভায় জয়কৃষ্ণপুর রক্ষাগোলা সংগঠনের মোড়ল ধনাই সরেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জগমাঝি পেনা হাঁসদা, গুডিত সুনীল হেম্ব্রম, সচিব লালন হেম্ব্রম, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা, সিসিবিভিও’র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, অংশগ্রহণকারী রক্ষাগোলা সংগঠনের মাঝিহাড়াম, বিভিন্ন সাংস্কৃতিক দল। পরিশেষে অতিথিদের বিদায়ের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Leave a Reply