কোলাগাঁও ইউনিয়নে অসহায় ও দরিদ্র ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চলমান কর্মসূচির অংশ হিসেবে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে অসহায় ও দরিদ্র ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার বিকেলে কোলাগাঁও-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ মোরশেদ, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, কোলাগাঁও ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ মহসিন, ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার, মওলানা আবদুল আলিম। অনুষ্ঠান পরিচালনা করেন নজির আহমেদ ফাউন্ডেশনের প্রচার ও জনসংযোগ কর্মকর্তা আসিফ ইকবাল। আলোচনা সভা শেষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বক্তারা বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ও আওয়ামী লীগের আন্তর্জাতিক প্রচার সেলের সদস্য ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশে থেকে আর্থিক ও খাদ্য সামগ্রী বিতরন চলমান রেখেছেন। খাদ্য সামগ্রী বিতরন ছাড়াও নিয়মিত পটিয়ায় চলে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তার পাশাপাশি অসহায় মানুষের মেয়ের বিয়েতে সহায়তা করে যাচ্ছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *