বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরুস্কার বিতরণ করা হয়েছে। ১৪ জানুয়ারি শনিবার আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলার ৫টি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, উপজেলা মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি এলিনা জাহিন পুতুল, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, রাজিহার ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষিকা প্রিয়ান্তী দাস প্রিয়া সহ ৫ ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক শিক্ষিকা গন, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অভিভাবক রেশমা পারভীন বাশাইল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকাসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অভিভাবক গন।পরে রাজিহার ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্য মাশাপি ইসলাম নুর সহ বিজয়ী সদস্যের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
Leave a Reply