পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা মেয়ের মৃত্যু, ছেলে আহত

মোঃ হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মায়ের সাথে মেয়েরও মৃত্যু হয়েছে। এসময় ২ বছরের একটি ছেলেও গুরুতর আহত হয়।
গত (১৩ জানুয়ারী) সকালে উপজেলার পাটগ্রাম বুড়ীমারীর ঘুন্টি নামক এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, ওই উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম (২৬) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৬)। এ সময় ২ বছরের একটি ছেলে গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারী গামী একটি ট্রেন ঘুন্টি নামক এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়। এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত ২ বছর বয়সী একটি ছেলেকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। তবে কি ভাবে এ দুঘর্টনা ঘটেছে তা তাৎক্ষনিক বলতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেল পুলিশে খবর দেয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

হাসমত উল্লাহ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *