সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভিবিডি সাতক্ষীরা’র পিঠা উৎসব

মো: আজিজুল ইসলাম(ইমরান)
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি সাতক্ষীরা জেলা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব করেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সাতক্ষীরা কামালনগর এলাকায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশু নিয়ে এ উৎসব করেন।

নতুন বছর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য পিঠা উৎসবের আয়োজন করেন সংগঠনটি।

সংগঠনের সাতক্ষীরা জেলা’র সভাপতি মো. হোসেন আলী বলেন, ‘মূলত নতুন বছর উপলক্ষে সবার মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস।
আমরা আজ ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই আয়োজন করেছি। ভিবিডি সাতক্ষীরা এসব শিশুদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছি।

পিঠা উৎসবে এসে পথশিশু সাব্বির বলেন, ‘আমি মাস্ক বিক্রি করছিলাম। আমাকে ডেকে নিয়ে এসেছে। পিঠা খেতে দিয়েছে, আমি অনেক খুশি।’

সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। মৌসুমি শীতের পিঠা উৎসবে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া হয় এসব পিঠার সঙ্গে। শিশুরাও অচেনা এসব পিঠা দেখে ও খেয়ে আনন্দে মাতোয়ারা হয়েছেন।

এসময় ভিবিডি সাতক্ষীরা জেলা সাবেক সভাপতি সুব্রত হালদার, প্রজেক্ট অফিসার তরিকুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার ফাতেমা খাতুন তিশা, সদস্য মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, অর্পন বসু, তামিম রশীদ, নাজমুল ইসলাম, অসিউল ইসলাম, লাম্মি আক্তার, জেরিন, তাহসিনসহ ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *