গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে গ্রেফতার করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেমের নির্দেশনায় তদন্ত ওসি সেরাজুল হক সঙ্গীয়ফোর্সসহ উপজেলার তারাপু ইউনিয়নের গংগারহাট সংলগ্ন স্বসিন্ধুর স্কুলের উত্তর পাশে ও তাম্বুলপুর ছড়ার দক্ষিণ পাশের পার সংলগ্ন উঁচু জায়গায় অভিযান চালায়। অভিযানে পুলিশ ঘঘোয়া গ্রামের মৃত তরিকুল্লাহ ব্যাপারীর ছেলে জুয়ারী আব্দুর রশিদ(৪০), চান মিয়ার ছেলে
জাহেদুল ইসলাম(২৩), জামাল উদ্দিনের ছেলে
সাজাহান মিয়া(৪৫), মৃত মোবারক আলীর ছেলে
রাজু মিয়া(৪৫), মৃত রওশন আলীর ছেলে
মঞ্জুরুল ইসলাম(৩২) ও কিশোরী কান্তের ছেলে অনুকুল চন্দ্র(৩৮)কে গ্রেফতার করেন। এসময়
এক বান্ডিল তাস, তিব্বত পাউডার, তসলাইট, মোট ১৮৪০ টাকা, একটি রেকসিন ও চটের বস্তাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করেন পুলিশ।
এব্যাপারে ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সুন্দরগঞ্জে ৬ জুয়ারি গ্রেফতার

Leave a Reply