বানারীপাড়ীয় প্রথম শহীদ বুদ্ধিজীবি জ্যোর্তিময় গুহ ঠাকুরতার মেয়ে মেঘনা ঠাকুরতাকে সংবর্ধনা এবং মতবিনিয় অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক, ২৫ মার্চ ১৯৭১ সালে পাকিস্তানি হানাদাররা বাঙালির মেধা ও মনন শক্তি ধ্বংসের সূচনা করেছিল তাঁরই প্রথম শিকার শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা।

তাঁর একমাত্র সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মেঘনা গুহঠাকুরতা পৈত্রিক বাড়ীতে বৃহস্পতিবার সন্ধ্যায় বানারীপাড়ায় ছুটে আসেন। তিনি প্রথমে বানারীপাড়ার সাংস্কৃতিক সগঠন নতুনমুখ মিলনায়তনে তাৎক্ষনিক উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় তাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন নতুনমুখের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মানিক, খেলাঘর আসরের সভাপতি মোঃ মোশারফ হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম।

রিসার্চ ইনিসিয়েটিভ বাংলাদেশ (রিব) এর নির্বহী পরিচালক অধ্যাপক ড. মেঘনা গুহঠাকুরতা তিনি বলেন, আমার দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন পরে আমার পৈত্রিক ভুমিতে এসেছি। আমার পিতা শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা এবং আমার মা বাসন্তী গুহ ঠাকুরতাকে উপস্থাপনের জন্য, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তরুণ প্রজন্মকে জানানোর জন্য আমি ব্যক্তিগত ভাবে “জবা” নামে একটি আর্কাইভ স্থাপনের কাজ শুরু করেছি। জবা অর্থ হলো জ্যোর্তিময়- বাসন্তী আর্কাইভ। ইতিমধ্যে এজন্য একটি ডকুমেন্টারি জন্য বিভিন্ন স্থির এবং ভিডিও চিত্র শুটিং চলছে।
বানারীপাড়ার জ্যোর্তিময় সংশ্লিস্ট বিভিন্ন ডুকুমেন্ট, ইতিহাস, ঐতিহ্যবাহী এলাকা পরিদর্শন এবং তথ্য নেয়া হচ্ছে। বানারীপাড়ার পাবলিক লাইব্রেরী, কুমুদ বিহারী গুহ ঠাকুরতা এবং আমাদের বাড়ির স্মৃতি বিজরিত বালিকা বিদ্যালয় ঘুরে দেখেছি। এখানে এসে আমি অভিভূত হয়েছে।আমার বাবাকে এখানে কেউ ভুলেননি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

এসময় তার কাকতো ভাই অনুপ কুমার গুহ ঠাকুরতা এবং ডকুমেন্টেশনের পরিচালক সন্দীপ মিস্ত্রি কে পরিচয় করিয়ে দেন। অন্যান্যের মধ্যে ছিলেন বালিকা বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য এটিএম মোস্তফা সরদার, নতুনমুখ সম্পাদক মোঃ শাজাহান মিয়া, শিক্ষক হরে কৃষ্ণ বিশ্বাস, বানারীপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হাওলাদার, সাংবাদিক গোলাম মাহমুদ রিপন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথসহ বিভিন্ন নেত্রীবৃন্ধ ছিলেন।

এরপর রাত ৮ টায় বানারীপাড়া পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের আমন্ত্রণে পৌরসভার মিলায়তনে মতবিনিময় করেন এসময় প্যনেল মেয়র অধ্যাপক এমাম হোসেন, সহকারী অধ্যাপক আশ্রাফুল হাসান সুমন, অধ্যাপক ইমরান হোসেন, কাউন্সিলর আকবর হোসেন, রিপন বনিক, আবুল কালাম প্রমূখ।

ড.মেঘনা গুহঠাকুরতা তিনি শুক্রবার সকালে তার পৈত্রিক বাড়ীতে প্রতিষ্ঠিত বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক সহ বিদ্যলয়ের শিক্ষক, কমিটির সদস্য অভিভাবকা তাক শুভেচ্ছা জানান।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *