January 2, 2025, 6:01 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।। শুক্রবার ১৩ জানুয়ারী বেলা ১১ টায় বানারীপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত চারতলা একডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। প্রধান অতিথি ছিলেন বরিশাল -০২ আসনের এমপি মোঃ শিহে আলম। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হাওলাদার। বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, প্রাণী সম্পদের সাবেক উপ-পরিচালক খোরশেদ আলম সেলিম, অধ্যাপক মন্টু কুন্ডু, সহকারী অধ্যাপক আশ্রফুল হাসান সুমন, ইউপি চেয়ারম্যান আ: জলিল ঘরামী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, সংশ্লিস্ট ঠিকাদার শাহীন রেজা প্রমূখ। পরে প্রধান অতিথি এমপি মোঃ শাহে আলম ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এসময় দোয়া মুনাজাত করা হয়। #