বায়জিদ হোসেন, মোংলা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অগমন কে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলো এ কলেজের ছাত্রলীগের ৯০ দশকের তুখোড় ছাত্র নেতা, ৯৩ সালে কলেজ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং বর্তমান মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান বাবু উদয় শংকর বিশ্বাস।
ইউনিয়নের দিগরাজ বাজার থেকে শুরু করে দাকোপ খেয়াঘাট হয়ে বাজুয়া বাজার এবং অনুষ্ঠান স্থল ছিলো
রং বে রং এর শুভেচ্ছা সম্বলিত অর্ধশত তোরন প্যানার অবরণ। এতে প্রমান করে শিক্ষামন্ত্রীর অগমনে কতটা প্রানবন্ধ ছিল প্রাক্তন এ শিক্ষার্থীর ভালোবাসা। শুক্রবার (১৩ জানুয়ারী) সকাল ১০ টার দিকে প্রিয় এ শিক্ষা প্রতিষ্ঠান বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজে উপস্থিত হন উদয় শংকর বিশ্বাস সহ ৯০ দশকের সব শিক্ষার্থীরা। মিলন মেলায় পরিনত হয় কলেজ মাঠ প্রাঙ্গন, পূর্বের ভালোবাসা আর অতীতের সেই সব স্মৃতি যেন নতুন প্রণের সঞ্চয় যুগিয়েছিলো অনেক দিন পর এক সাথে কুশল বিনিময়ের মধ্যদিয়ে। বেলা ১১ টার কিছুক্ষণ পরে কলেজ আসে সেই মায়েন্দ্রক্ষণ। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি কলেজ গেইটে ফিতা কেটে প্রবেশ করেন অনুষ্ঠান স্থলে। ঠিক তখন যেন প্রাক্তন – বর্তমান সব শিক্ষার্থীদের মাঝে দেখা যায় বাঁধ ভাংগা উচ্ছাস। পরে দুপুর ১ টার পরে প্রধান অতিথি ডাঃ দীপু মনির বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয় বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের প্রথম পর্ব। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাতে ছিলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তৃতায় ডা. দিপু মনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাই হচ্ছে অন্যতম হাতিয়ার। শিক্ষার্থীদের নতুন কারিকুলামের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কারণ জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক। বিগত সরকারগুলো দেশের উন্নয়নে উল্লেখযোগ্য তেমন কিছু করেনি। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, ২০৩০ সালে মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে এ বছর প্রায় ৩৫ কোটি বই তুলে দিয়ে বাংলাদেশ বিশ্বে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

Leave a Reply