বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন যুব লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। ১২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যাল মাঠে বাগধা ইউনিয়ন যুবলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক দেবদুলাল অধিকারীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইদুল সরদার।
সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মাহাবুব মোরশেদ লিখনের সঞ্চালনায় সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
মোঃ আবুল বাসার হাওলাদার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায়, দপ্তর সম্পাদক সুশান্ত রায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুছ আলী মিয়া,সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান হাওলাদার,
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইকসহ অনেকে। সম্মেলনে
ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply