January 15, 2025, 8:53 am
এম এ আলিম রিপন(সুজানগর)পাবনা ঃ মো.শাহজাহান আলী শেখকে আহ্বায়ক ও আব্দুল মজিদ মন্ডলকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী কৃষকদল সুুজানগর উপজেলা শাখার দুই সদস্য বিশিষ্ট (আংশিক)আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার জেলা কৃষকদলের আহবায়ক মো.শফিউল আলম ও সদস্য সচিব অধ্যাপক সামছুর রহমান শামস এই কমিটি অনুমোদন করেছেন। এক প্রতিক্রিয়ায় নব গঠিত কমিটির নতুন আহ্বায়ক মো.শাহজাহান আলী শেখ ও সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল তাদেরকে নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাঁরা বলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মানুষের অধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে সুজানগর উপজেলা কৃষকদল। এছাড়া ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে শক্তিশালী করার অঙ্গীকারও করেন নতুন কমিটির নেতারা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি