ধামইরহাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

আবুল বয়ান, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ১২ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইউএনও মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী। এ সময় ক্রিকেটে খেলায় চ্যাম্পিয়ন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও ভলিবল খেলায় চ্যাম্পিয়ন শংকরপুর উচ্চ বিদ্যালয়ের দলনেতার হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মুকুল হোসেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, কুলফতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, শংকরপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বেলঘরিয়া দাখিল মাদরাসার সুপার আফজাল হোসেন, কাউন্সিলর জেসমিন সুলতানা কানন, যুবলীগের যুগ্ন সম্পাদক ও শংকরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *