ঢাকা জেলা পুলিশের এসআই হেলাল উদ্দীন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হওয়ায় অভিনন্দন

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা জেলা ট্রাফিক পুলিশের এসআই মোঃ হেলাল উদ্দীন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাহসী ভুমিকা রাখায় এই পিপিএম পদক অর্জন করেছেন জনাব হেলাল উদ্দীন।
জানা গেছে,গত ১১/০৯/১৯৯৭ইং তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এই পুলিশ সদস্য মোঃ হেলাল উদ্দীন। উক্ত পুলিশ অফিসারের নিজ গ্রামের বাড়ী বরগুনা জেলার বেতাগী থানার ঝোপখালী এলাকায়। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ ৪ সন্তানের আদর্শবান পিতা। তিনি গত ৩ জানুয়ারি ২০২৩ইং তারিখে রাষ্টপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হয়ে মাননীয় রাষ্টপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সেই সাথে বাংলাদেশ পুলিশ প্রধানসহ সকল পুলিশ সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান পুলিশ সদস্য মোঃ হেলাল উদ্দীন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *