বানারীপাড়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত একজন

এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: মঙ্গলবার ১০ জানুয়ারী বিকেল সারে ৪ টায় বানারীপাড়া উপজেলার জিরাকাঠি গ্রামের কোনের বাড়ীতে প্রতিপক্ষের হামলায় গুরতর আহত হয়েছে মোঃ সাখাওয়াত হোসেন হানিফ ৪৫)। স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায় কোনের বাড়ির মোঃ সাখাওয়াত হোসেন হানিফের বাড়ীর চলাচলের পথ ইট দিয়ে প্রতিবেশী নয়ন হাওলাদার(২৫), খোকন হাওলদার (৩০), মাসুমা বেগম (৪০), হাফিজা (৩০), ইতি (২২), শেফালি বেগম (৫৫) বন্ধ করার জন্য কাজ শুরু করে। হানিফ ওই কাজ না করার জন্য নিষেধ করেন কিন্তুু নয়ন হাওলাদার, খোকন হওলাদার সহ অন্যরা হানিফের কথা না শুনায় তিনি স্থানীয় ইউপি সদ্য ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। এসময় তাদের উপস্থিততে নয়ন হাওলাদার, খোকন হওলাদার সহ অন্যরা হানিফের মাথার পিছন দিয়ে অর্তকিত ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং ইট দিয়ে আঘাত করে। এসময় হানিফের মাথায় গুরুতর জখম হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা: ফাহিম আহত হানিফের অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে বুধবার হানিফের ভাই মোঃ সাজাহান বাদী হয়ে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় বানারীপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ পেয়ে আমারা ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার সত্যতা রয়েছে। আমরা পরবর্তী আইনগত পদক্ষেপ নিচ্ছি।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *