January 3, 2025, 7:48 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন যুব লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। ১১ জানুয়ারি বুধবার বিকেল ৪ ঘটিকায বাশাইল মাধ্যমিক বিদ্যাল মাঠে রাজিহার ইউনিয়ন যুবলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোঃ জাকির হোসেন তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইদুল সরদার।
সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব জগদীশ ভক্তের সঞ্চালনায় সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম হেমায়েত উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, বীর মুক্তযোদ্ধা বক্তিয়ার হোসেন শিকদার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন,সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায়, সহ কোষাধ্যক্ষ ইত্তিকার তালুকদার, প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হাওলাদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল,
উপজেলা আওয়ামী লীগ কার্য নির্বাহি সদস্য ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু,
বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের সভাপতি এইচ এম মতিউর রহমান, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবু হরেকৃষ্ণ হালদার,সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত,বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, শিক্ষক
তানবীর হাসান পান্না, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী জোনায়েদ হোসেন মোল্লা ও রাশেদুল ইসলাম খায়েরসহ প্রমুখ। সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।