January 15, 2025, 2:12 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসন এলাকার জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।
শনিবার (৭জাুয়ারী)রাত ৮ টায় সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে মধ্য দাপুনিয়া নয়াবাড়ী এলাকায় চাচা বনাম ভাতিজা আয়োজিত ৯ম বার্ষিক দাড়িয়াবান্ধা খেলার উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল আউয়াল সেলিম বলেন- চাচা বনাম ভাতিজা দাড়িয়াবান্ধা খেলায় দুই টিমের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। এ খেলার মাধ্যমে পাড়ায় পাড়ায় উৎসব ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে লক্ষ করা গেছে যে,খেলাটিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গিয়েছে সেগুলোর পুনর্জন্ম হোক। দাড়িয়াবান্ধা খেলা শুরু হয়েছে এটি আর থেমে থাকবে না। প্রতিবছর আয়োজন করতে চাইলে আমরা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য এমপি বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করবো । খেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার ও সদস্য সচিব আবজাল হোসেন হারুন।
দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক গোলাম মুস্তফা বাক্কুর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু, লাল মিয়া লাল্টু, শাহজান,সাব্বির হোসেন বিল্লাল,মুমিনুল ইসালাম রুবেল,দুলাল মিয়া,সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মকবুল হোসেন, লাল মিয়া,ঘাগড়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক হাবিবুর রহমান হবি,দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সুরুজ মিঞা, সদস্য সচিব আবুল মিয়া প্রমুখ।
দাপুনিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার লাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে
সদর উপজেলা, ঘাগড়া, দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভ্যর্থনায় ছিলেন আব্দুল করিম,আরিফ রববানী, আব্দুল আজিজ, তোফাজ্জল হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গরা।