মোংলায়, তিব্র শীতে দুস্থ্য অসহায়ের মাঝে কম্বল বিতরণ করলেন মেয়র শেখ আঃ রহমান

বায়জিদ হোসেন, মোংলা
মোংলা পোর্ট পৌরসভায় দুস্থ্য অসহায়ের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত কম্বল মোংলা পৌর এলাকার অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, এই শীতবস্ত্র সামগ্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে আপনাদের জন্য উপহার হিসেবে এসেছে। শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য নিজের জীবন দিয়ে গেছেন। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এদেশের মানুষকে সুখী করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি সমবেত সবাইকে বলেন, আপনারা সবাই জননেত্রীর জন্য দোয়া করবেন। বাংলাদেশেকে নিরাপদ রাখার জন্য তার আরও বহু বছর বেঁচে থাকা দরকার। এ সময় পৌর মেয়রের সঙ্গে ছিলেন পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন শেখ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মজনু গাজী, পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা, কালেক্টর অফ টেক্সেস মোঃ মোহসীন হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *