December 26, 2024, 12:54 pm
মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়:
পঞ্চগড়ে বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা মাহফুজা বেগম (৫০) ও ছেলে মিশু (২৫) নিহত হয়েছে।
মিশু বোদা ইসলামবাগ হাফিজিয়া মাদরাসার হেফজখানার হাফিজি শিক্ষক ছিলেন। তাদের বাড়ি জেলার বোদা উপজেলার সদর ইউনিয়নের উলিপুকুরি গ্রামে। নিহতরা ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ও ছেলে।
রোববার (৮ জানুয়ারি) রাতে উপজেলার ময়দানদিঘী এলাকার পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ওই স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে ঢাকাগামী যাত্রীবাহী নাবিল কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কোচের ধাক্কায় তারা রাস্তার ওপর ছিটকে পড়ে।
পরে স্থানীয়দের সহায়তায় বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলেই মা ও ছেলেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।