January 3, 2025, 2:16 am
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারায় সাড়ে ৫ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
আটক মোঃ রাজু আহমেদ গুইমারা উপজেলার
বড়পিলাক এলাকার আঃ রাজ্জাকের ছেলে।
রবিবার রাতে উপজেলার জালিয়াপাড়া শান্তি কাউন্টারের সামনে থেকে গাজাসহ পুলিশ আটক করে রাজুকে।
এবিষয়ে গুইমারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান,বড়পিলাক থেকে গাজাগুলো পাচারের উদ্দেশ্য সবজির ব্যাগে করে ঢাকায় নিয়ে যাচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে গুইমারা থানার পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল সহ কারবারী রাজুকে আটক করেছে।তার বিষয়ে মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা হচ্ছে। আগামী কাল খাগড়াছড়ি কোর্টে প্রেরন করা হবে।