মোবারকগঞ্জ চিনিকলের টারবাইনে যান্ত্রিক ত্রুটির ঘটনায় ৩ শ্রমিক বরখাস্ত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের টারবাইন যান্ত্রিক ত্রুটির কারণে ৩ শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে চিনিকল কর্তৃপক্ষ।বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন মোচিকের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান। ইতমধ্যে বরখাস্তের নোটিশ মোচিকের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। মোচিকের প্রশাসন বিভাগের দায়িত্বে থাকা উপ-ব্যবস্থাপক (প্রশাসন) আশেকুজ্জামান (ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে) স্বাক্ষরিত সাময়িক বরখাস্ত পত্রে আকরব হুসাইন, মোঃ আরুক ও ফিরোজকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। দ্বায়িত্বে অবহেলার কারণে ওই ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২৩ ডিসেম্বর মিলটিতে আনুষ্ঠানিক ভাবে আখ মাড়াই শুরু হয়। শুরুর দুদিন পার হতে না হতেই ২৫ ডিসেম্বর ভোরে মিলের পাওয়ার টারবাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে বন্ধ হয়ে যায় কারখানার আখ মাড়ায়সহ সকল কার্যক্রম। মিলটির যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২৭ ডিসেম্বর সকাল ১১ টার পুনরায় আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। টারবাইনে যান্ত্রিক ত্রুটির পর থেকেই একাধিক তদন্ত কমিটি প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করে।এ ব্যাপারে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান বলেন, টারবাইনে ত্রুটির সময় ওই ৩ জন শ্রমিক কর্মরত ছিলো। প্রাথমিক তদন্ত ও বিভাগীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের দ্বায়িত্ব অবহেলার কারণে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তারপরও টারবাইন এর যান্ত্রিক ত্রুটির ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। আশা করছি দ্রুতই মুল কারণ উদঘাটণ করা সম্ভব হবে।

ঝিনাইদহ
আতিকুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *