দাওয়াতে খায়ের ইজতেমায় যোগদিন আমল আখলাকের তালীম নিন- এম.বেলাল উদ্দিন আলমদার

নিজস্ব প্রতিনিধিঃ
বিশিষ্ট সংগঠক এম.বেলাল উদ্দিন আলমদার তার এক বিবৃতিতে বলেন বিশ্বের অন্যতম আধ্যাতিক তরীকত ভিত্তিক মানবিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চন্দনাইশ উপজেলা শাখার যৌথ ব্যবস্থাপনায় চন্দনাইশ গাছবাড়ীয়া সরকারী কলেজ ময়দানে আগামী ১৩ জানুয়ারী-২৩ জুমাবার সকাল ৮ ঘটিকা হতে দাওয়াতে খায়ের ইজতেমা অনুষ্টিত হতে যাচ্ছে। উক্ত ইজতেমায় প্রত্যেক মুমিনের দৈনিন্দন জীবনে ওজু,নামাজ,গোসল,জানাজা,মৃত ব্যক্তির দাফন কাপন সহ দরসে কোরআন,দরসে হাদিস বিষয় ভিত্তিক বিভিন্ন বিষয়ের মাসালা মাসায়েলের উপর বয়ান তথা প্র্যাকটিক্যাল ভাবে দেখানো হবে।যা প্রত্যেক মুমিনের উপর জানা অতীব প্রয়োজন।উক্ত দাওয়াতে খায়ের ইজতেমায় জুমার নামাজ সহ দুপুরের খাবারের ব্যবস্থা করা থাকবে।বিশিষ্ঠ সংগঠক এম.বেলাল উদ্দিন আলমদার গাউছিয়া কমিটির সদস্য ,দায়িত্যশীল,ছিলছিলার তরীকতরে ভাইয়েরা তথা ধর্মপ্রাণ সকল মুসলিম মিল্লাত কে ইসলামী শরীয়তের তালিমী জলছায় উপস্থিত থেকে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করে উভয় জাহানে নেকী হাসিল করার উদাত্ব আহবান জানান।উল্লেখ্য যে,উক্ত দাওয়াতে খায়ের মাহফিল টা পীরে বাঙ্গাল আওলাদে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহনুমায়ে শরীয়ত ও তরীকত হুজুর আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ মাঃজিঃ আঃ নির্দেশে চালু হয়ে বিভিন্ন স্থানে সাপ্তাহিক,মাসিকভাবে চলমান আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *