January 15, 2025, 8:35 am
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার নবীনগর-টাঙ্গাইল মহাসড়কের পাশে কবিরপুর এলাকা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছেন আশুলিয়া থানা পুলিশ। নিহতের কোনো পরিচয় নিশ্চিত করা যায়নি বলে পুলিশ জানায়।
শনিবার (৭ জানুয়ারি ২০২৩ইং) সকাল ৯টার দিকে ঢাকার আশুলিয়ার কবিরপুর গোলাম নবী হাফিজিয়া মাদ্রাসার পাশ থেকে পরিচয়বিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পথচারীরা সকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া আসার সময় লাশটি দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ এই লাশের পরিচয় ও বিস্তারিত জানাতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল গণমাধ্যমকে বলেন, আশুলিয়ার কবিরপুর এলাকা থেকে পথচারীদের তথ্যের ভিত্তিতে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে কিন্তু নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি, লাশ ময়না তদন্ত করার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।