তীব্র কনকনে শীত”ক্লাস চলছে খোলা আকাশের নিচে

স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

জয়পুুরহাটের সীমান্ত ঘেঁষা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন। এই ইউনিয়নের অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে। ফলে তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে কষ্ট করে ক্লাস করতে বাধ্য হচ্ছেন শিশু শিক্ষার্থীরা।

গতকাল (০৬ শুক্রবার) খোঁজ নিয়ে বিষয়টি জানা যায়, এমনকি গত শনিবার (১ জানুয়ারি) রাতে বিদ্যালয় অফিস কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অফিস কক্ষের দাপ্তরিক সব নথিপত্র, আসবাবপত্র, শেখ রাসেল কর্নারসহ পুড়ে যায় অফিস কক্ষ সংলগ্ন প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষ। ফলে ঘর না থাকায় শিক্ষকরা শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করাতে বাধ্য হচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যায় উপজেলা থেকে শিশুদের জন্য বিনামূল্যের পাঠ্যবই তুলে নিয়ে বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে রেখে আসি। সকালে গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম আমাকে জানান, বিদ্যালয় আগুনে পুড়ে গেছে। আমি এসে দেখি অফিস কক্ষ এবং প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ পুড়ে গেছে। এছাড়া বিদ্যালয়ের সব কাগজপত্র ও শিক্ষা উপকরণও পুড়ে গেছে। রাতের অন্ধকারে কে বা কারা আমার স্কুলে আগুন দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এলাকার কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব চলছে। বিদ্যালয় নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে।’

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় গত রোববার লিখিত অভিযোগ পেয়েছি। বিদ্যালয়টির প্রধান শিক্ষক অভিযোগটি করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, ‘অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুড়ে গেছে। প্রধান শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্তের জন্য পুলিশকে বলা হয়েছে। তদন্ত তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *