সপ্তদ্বীপার সাহিত্য আসর ও আলোচনা সভা

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধও গল্প পাঠে অংশ গ্রহন করেন, এ্যাড.শফিকুল ইসলাম কচি, বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সুশান্ত বিশ্বাস, প ানন সরকার, মোড়ল কওসার আলী, লুৎফর রহমান, নাহার ইসলাম, হাসনা খাতুন সুমাইয়া, ঐশী আক্তার লিমা, জি এম লিয়াকত আলী, রাবেয়া আক্তার মলি, রোজী সিদ্দীকি, ফারজানা আক্তার ময়না, রানী খাতুন, সমিরণ ঢালী, আক্তার হোসেন গাজী, গৈৗতম ভদ্র প্রমুখ।১৪ জানুয়ারি শনিবার সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৩ প্রতিষ্ঠা বাষিকী উদযাপন ও গুণীজন সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *