December 26, 2024, 7:46 pm
বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড়ে চলছে কোন কোনে বাতাস সহ কুয়াশা ও মৃদু শৈত প্রবাহ গত কয়েকদিন ধরে উঠানামা মাঝে মাঝে এক পসলা রোদ দেখা দিলেও থাকে না বেশিক্ষণ। যারা দিনে আনে দিনে খান মানুষেরা চরম কষ্টের দিনাতিবাদ করছে করছে। বয়স্ক শিশুরা ঠান্ডা জনিত কারণে হয়ে বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। নির্দিষ্ট কাজের চেয়ে ঘর থেকে বের হন না সাধারণ মানুষ তেতুলিয়া আবহাওয়া অধিদপ্তর কর্মকর্তা রাসেল শাহ জানান আজ সকাল ৯ ঘটিকার সময়
৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এরমধ্যে উঠা নামাও করছে আরো কয়েকদিন চলবে।
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি