February 5, 2025, 6:06 am
আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষে আলোকিত যুব কল্যাণ সমিতির উদ্যাোগে তৃনমুল নারীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারী) বিকালে পুরহিত পাড়ায় আলোকিত যুব নারী কল্যাণ সমিতির সভাপতি সাপ্তাহিক আবির পত্রিকার প্রকাশক সুরাইয়া ইয়াসমিন রিতু’র সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণ করা হয়।
এসময় সাপ্তাহিক আবির পত্রিকার সম্পাদক ইউসুফ খান লিটন, ৭৫ বাংলাদেশ’র প্রকাশক ও সম্পাদক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, এটিভি বাংলার সম্পাদক মোশাররফ হোসেন, দৈনিক নওরোজ জেলা প্রতিনিধি মমতা বেগম পপি, মহানগর মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক হেলেনা আজাদ, মহুয়া টিভির সাংবাদিক খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।