March 14, 2025, 9:18 am
বি এম মনির হোসেনঃ-
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশালের আগৈলঝাড়া উপজেলা ইউনিটের নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাজিহার,আস্কর চক্রিবাড়ি, রাহুত পাড়া,শিহিপাশা, বাকাল হাট,ফুলশ্রী, পূর্ব সুজনকাঠি ও রামের বাজারে শতাধিক অসহায়কে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন টিম লিডার সালিহিন হোসেন মাসুম, শাহ্ আলম রাঢ়ী,ফাহিম ফকির,
নিবির বাড়ৈ,দিগন্ত হালদার,ইয়াছিন আরাফাত,
রাসেদ খান,পার্থ রায়,তন্ময় জয়ধর,নয়ন,এস কে সজিব,নাহিদ,আরাফাত সেরনিয়াবাত,লামিয়া আক্তার, জান্নাতুল লিজা,আতিক,
আকাশ সরকার,সুমি বাড়ৈ,তনুশ্রী,মারিয়া আতিক পায়েলসহ অন্যান্য সদস্যরা।