January 2, 2025, 5:52 pm
ষ্টাফ রিপোর্টারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি এর পরামর্শক্রমে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা বাজারের বাসস্ট্যান্ড এলাকাকে যানজট মুক্ত রাখার লক্ষ্যে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাসস্ট্যান্ডের আশাপাশের অবৈধ গাড়ি রাখার জায়গা নির্ধারণ ও ব্যবস্থা করেন উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত ।
সোমবার বিকালে তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ।
এসময় অবৈধ পার্কিং এর দায়ে কয়েকটি যানবাহন ও মোটরসাইকেল কে বিশেষ সতর্কতা জারী করেন এবং ফুটপাতে থাকা বিভিন্ন দোকানপাট কে সর্তকতা অবলম্বন করার জন্য নির্দেশনা দেন উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত ।
এসময় তিনি বলেন, আমার একার পক্ষে কখনই এই বাসস্ট্যান্ডের এই মোড়কে যানজট মুক্ত রাখা সম্ভব নয়।তারাকান্দা মোটর মালিক সমিতি, বাজার ব্যবসায়ী সমিতি এবং জনসাধারণ যদি আমাকে সেই সুযোগ না দেন। তাই আমি আশা করব,আমার অবর্তমানে কেউ যাতে অবৈধ গাড়ি পার্কিং করতে না পারে সে দিকে সকলেই বিশেষ দৃষ্টি রাখবেন। তারাকান্দা বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত রাখতে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে পার্কিং জোন নির্ধারণ, সাইনবোর্ড স্থাপন সহ যাত্রী ছাউনিকে আধুকিনায়ন করা হয়েছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবুল খায়ের, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়নসহ স্থানীয় জনসাধারণ। এমন উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় জনসাধারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি ও উপজেলা নির্বাহি অফিসার জনাব মিজাবে রহমত এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।