ডোমারে তিন লক্ষ্যধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন

মোঃ হামিদার রহমান (নীলফামারী)
নীলফামারীর ডোমার উপজেলায় নতুন বছর ২০২৩ সালের জানুয়ারি মাসের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের তিন লক্ষ্যধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে।
রবিবার ১ জানুয়ারি সকাল ১০ টার দিকে শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পড়ে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বই বিতরনের উদ্বোধন করা হয়।

বই বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ্বল, প্রধান শিক্ষক মোঃ সুমন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান সুমন, প্রধান শিক্ষক রবিউল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। এরপর উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্টারগার্ডেনসহ এনজিও চালিত দুই শতটি বিদ্যালয়ে ৬০ হাজার বইয়ের চাহিদার প্রেক্ষিতে ৩০ হাজার বই এবং মাধ্যমিক, স্কুল এ্যান্ড কলেজ, ইবতেদায়ী, দাখিল, ভকেশনাল ও ভকেশনাল ট্রেড এর ৯৬ টি বিদ্যালয়ের তিন লক্ষ ২৯ হাজার ৩৩৫ টি বইয়ের চাহিদার প্রেক্ষিতে তিন লক্ষ এক হাজার ৩৩৫ বিতরন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *