খেলাধুলা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখে- জাপা নেতা কামাল চেয়ারম্যান

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন কামাল বলেছেন, খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুসমাজকে দূরে রাখে।এ ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যুবসমাজ কে বাজে নেশা থেকে দুরে রাখতে অগ্রণী ভূমিকা রাখবে। গ্রামবাংলার ছোট ছোট টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে।

সোমবার (২জানুয়রী) ময়মনসিংহ সদর উপজেলার নেহালিয়া কান্দা আজিজ সরকারের বাড়ী সংলগ্ন নেহালিয়া কান্দা ফুটন্ত গোলাপ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

জাপা নেতা কামাল চেয়ারম্যান আরো বলেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন। পরে খেলায় বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের বয়োজন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *