রংপুর রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার কর্তৃক নীলফামারীতে -স্বরাষ্ট্রমন্ত্রী কে ফুলেল শুভেচ্ছা

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, রংপুর রেঞ্জের ঠাকুরগাঁও জেলার নবগঠিত ভূল্লি থানার প্রশাসনিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সৈয়দপুর বিমান বন্দরে আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়। এছাড়াও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচছা জানান নূরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম পুলিশ কমিশনার, (ডিআইজি, বাংলাদেশ পুলিশ) রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর, এ, এফ, এম আনজুমান কালাম, বিপিএম (বার) অতিরিক্ত ডিআইজি, (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) রংপুর, এসএম রশিদুল হক, পিপিএম অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) রংপুর, পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী; মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম পুলিশ সুপার, নীলফামারীসহ বিভিন্ন জেলা, ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ। শুভেচ্ছা গ্রহন শেষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও জেলার লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর মুক্তিযুদ্ধ গ্যালারির শুভ দ্বারোদঘাটন ও নবগঠিত ভূল্লি থানার প্রশাসনিক কার্যক্রম উদ্বোধন সহ সার্বিক কার্যক্রম শেষে ঢাকায় ফেরার উদ্দেশ্যে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে আসলে তাকে বিদায় জানান ডিআইজি রংপুর রেঞ্জ, রংপুর, পুলিশ সুপার, নীলফামারীসহ পুলিশের অন্যান্য জেলা ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *