বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন সুজানগর পৌর মেয়র

এম এ আলিম রিপন,সুজানগরঃ গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা যেমন বেড়েছে তেমনি কষ্ট ভোগ করছে শীতবস্ত্রহীন মানুষগুলো। আর এই অসহায় মানুষের কথা চিন্তা করেই রাতের অন্ধকারে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। গতকাল পৌরসভার কাঁচারীপাড়া সহ বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষ ছাড়াও রাস্তার ছিন্নমূল মানুষদের মাঝেও শীতবস্ত্র করেন তিনি। এ সময় পৌর কাউন্সিলর জায়দুল হক জনি, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী প্রনব কুমার দাস উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে পৌরসভার কাঁচারীপাড়া এলাকার বাসিন্দা শ্রী মানিক কুমার জানান,আমার পরিবারের জন্য শীতবস্ত্র খুবই দরকার ছিল। শীতে খুব কষ্ট পাচ্ছিলাম আমরা। ঠিক সেই মুহূর্তে পৌর মেয়র রাতের বেলা আমাদের বাড়িতে শীতবস্ত্র কম্বল নিয়ে আসলেন।জানতাম পৌর মেয়র অনেক ভাল মানুষ আজ তা আবার প্রমান পেলাম। পৌরসভার বাসিন্দা দরিদ্র ভ্যান চালক রানু হোসেন বলেন এই প্রথম কোন পৌর মেয়র রাতের অন্ধকারে আমাদের বাড়িতে নিজেই ছুটে এসে শীতবস্ত্র বিতরণ করলেন। শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র রেজাউল করিম রেজা জানান, শীত জেঁকে ধরায় আমি পৌরসভায় ঘুরে ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি,প্রচন্ড শীত নিবারণের জন্য অনেকের ন্যূনতম শীতের কাপড় নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই সহযোগিতা।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *