May 13, 2025, 6:39 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে পুলিশের কড়া নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে বড়দিন পালিত হয়েছে। খ্রিস্টানধর্মাবল্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর)সকাল থেকে প্রতিটি গির্জায় পুলিশের নিরাপত্তা ছিলো লক্ষনীয়। ময়মনসিংহ নগরীর প্রধান ব্যাপ্টিস্ট চার্চে কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
পরে কেক কেটে বড়দিনের শুভ সূচনার মাধ্যমে উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন ওসি শাহ কামাল আকন্দ । এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ব্যাপ্টিস্ট চার্চের নেতৃবৃন্দসহ আরও অনেকেই।
ওসি শাহ কামাল আকন্দ বলেন- ময়মনসিংহে উৎসব ও আনন্দমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনের লক্ষ্যে কোতোয়ালি মডেল থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি গীর্জায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এর আগে গির্জায় পৌছলে ওসি শাহ কামাল আকন্দ কে ফুলেল শুভেচছায় অভ্যর্থনা জানান ব্যাপ্টিস্ট চার্চের নেতৃবৃন্দরা।
ব্যাপ্টিস্ট চার্চের নেতৃবৃন্দবলেন- সত্য, সুন্দর, কল্যাণ ও মানবতার জয় ঘোষণা করতে এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন যিশু খ্রিস্ট। দেশের অগ্রগতি, শান্তি, সম্প্রীতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।