February 5, 2025, 3:03 pm
নিজস্ব প্রতিনিধিঃ পটিয়া উপজেলা।
ABETS টাইগার গোল্ডকাপ ফুটবল টু্নামেন্ট’২৩ উদ্বোধন উপলক্ষে KDS বাংলো অডিটোরিয়াম এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁইদাইর ইয়াং টাইগার ক্লাবের স্থায়ী পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাসেম মেম্বার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইয়াং টাইগার এর প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য মো আবু বক্কর সিদ্দিক, ABETS এর প্রতিষ্ঠাতা সভাপতি ইদ্রিস চৌ অপু, ABETS এর প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবু,সাবেক অর্থ সম্পাদক ইছহাক এবং ABETS এর সহ-সভাপতি হাসেম বাহাদুর,ক্রীড়া সম্পাদক মামুন উদ্দিন জীবন,উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত সভার কো-অর্ডিনেটর সেলিম রেজা, আল আরাফাহ ইসলামি বাংকের শাখা ব্যবস্থাপক হালিশহর ব্রাঞ্চ।