January 15, 2025, 11:13 am
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যােগে এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বীজ বিতরন করা হয়েছে। শনিবার বিকেলে কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকায় আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী ও বীজ বিতরন করা হয়েছে।
সাবেক ইউপি সদস্য মীর মোঃ আইয়ুবের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন- কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ মোরশেদ, যুবলীগ নেতা ইউছুফ খাঁন, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম।
আলোচনা সভা শেষে এলাকার ১২০ জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বীজ বিতরন করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে এ কার্যক্রম চলমান রাখা হবে৷