পঞ্চগড়ে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি -নিহত ১

কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসেবে ১০ দফা দাবিতে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা,। ১, ৩০ঘন্টা থেকে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া, গাদানি গ্যাস টিয়ারসেল, ইট পাটকেল নিক্ষেপ, শনিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দ্রব্যমুল্য বৃদ্ধি সহ সরকারের পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবি নিযে জেলা বিএনপির কার্যলযে বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে একে একে এসে জোড় হয় বিএনপির নেতা কর্মীরা। জেলা বিএনপির কার্যলয় থেকে দুপুর সোয়া দুইটায় মিছিল বের করা হলে,পুলিশের বাধায় পন্ডু হযে যায়, এর পর চলে একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়, প্রায় দেড় ঘন্টা থেকে চলছে,পরিস্থিতি এখনো উত্তপ্ত। আওয়ামী লীগের একটি লাঠিসহ মিছিল বের হয়।
এসময আহত হয পুলিশ ও বিএনপি’র ১শত আহত বলে জানা যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আব্দুর রশিদ আরফিন পঞ্চগড়ে অংশগ্রহণ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আব্দুর রশিদ আরফিন মারা যান ময়দানদিঘ সাবেক আহবায়ক বলে জানা যায় রিপোর্ট লেখা পর্যন্ত

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *