পুলিশ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, নিহত ১, অবশেষে মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশ এবং বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটেছে। এঘটনায় আব্দুর রশিদ আরেফিন (৫১) নামে এক বিএনপি নেতা নিহত হন। এতে আহত হয়েছেন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন।
শনিবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপি সংঘর্ষে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের দিকে লক্ষ্য করে প্রায় শতাধিক রাবার বুলেট, টিয়ারশেল এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। অপরদিক থেকে বিএনপি নেতা-কর্মীরাও ইট পাটকেল নিক্ষেপ করে।
এর আগে, দুপুরে দলীয় কার্যালয়ে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে গণমিছিলের প্রস্তুতি নেয় বিএনপি। বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকে সেখানে। পরে দলটি গণ মিছিল বের করলে পুলিশি বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের পাথরাজে। তিনি ময়দানদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক।
বিএনপি নেতা হাবিব আল আমিন ফেরদৌস বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে পরিস্থিতি ঘোলা করেছে। পুলিশের রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জে আমাদের প্রায় অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছে। অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অবশেষে ময়নাতদন্ত শেষে ১:৩০ মিনিট মরদেহ ও তার গ্রামের বাড়িতে এ সময়ে আগে হৃদয়বিদারক অবতারণা হয়। এ সময় বিএনপি’র কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *