May 13, 2025, 10:05 am
কেশবপুর প্রতিনিধিঃ ঢাকাস্থ যশোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ডিসেম্বর সাভারের লার্জ পল্লীতে ঢাকাস্থ যশোর জেলা সমিতির সভাপতি ডা. এম এ রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যশোর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ‘যশোর জেলা সমিতি পদক’ তুলে দেন মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগে প্রাক্তন শিক্ষক, কেশবপুরের কৃতি সন্তান বিশিষ্ট কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফির হাতে। অনুষ্ঠানে সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন ঢাকাস্থ যশোর জেলা সমিতির সদস্য সচিব মোঃ লুৎফর রহমান।
মুহম্মদ শফি ১৯৬০ সালের ১৫ ফেব্রুয়ারি যশোরের কেশবপুর পৌরসভার ভোগতী-নরেন্দ্রপুর (ভবানীপুর) ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, আ লিক ভাষার কবিতা, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য, জীবনী, ইতিহাস, সম্পাদনা ইত্যাদি মিলে তার এ যাবৎ প্রকাশিত গ্রন্থ প্রায় একশত।
মোঃ জাকির হোসেন
কেশবপুর,যশোর।।