রাঙ্গুনিয়ায় রাহে ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ সম্পন্ন

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর গ্রামের রাহে
ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ গত বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায়
সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও সুলতানুল আরেফিন, ছাহেবুরল
অজুবুল কোরআন, দুলহায়ে হযরত, গাউছুল আজম শাহছুফি মৌলানা সৈয়দ ছালেকুর
রহমান শাহ (ক:) আল রাহেভান্ডারীর ৫৪তম বার্ষিক ওরশ মহাসমারোহে পালিত হয়।
এ ওরশ মাহফিলে রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও পটিয়া নজীর আহমদ দোভাষ
ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মানবিক ড.জুলকারনাইন চৌধুরী
জীবনের পক্ষ থেকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মাজারে পুষ্পমাল্য অর্পণ করে
শ্রদ্ধা জানাবেন। এসময় উপস্থিত ছিলেন- কুসুমপুরা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ও নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা জাকারিয়া ডালিম,
ফাউন্ডেশনের মুখপাত্র ইউসুফ খাঁন, অর্থ সচিব নজরুল ইসলাম, ফাউন্ডেশনের
উপদেষ্টা ডাক্তার মো. জাহাঙ্গীর, সদস্য মো. মনজু, সুমন, কায়সার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *