May 13, 2025, 1:54 pm
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
টাঙ্গাইলের মধুপুরে আশ্রয়ণ প্রকল্পের দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন টাঙ্গাইলের নবগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বৃহস্পতিবার(২২ডিসেম্বর২২)ইং রাতে মধুপুরে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক।
মত বিনিময়সভা শেষে মধুপুরের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। মধুপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীম ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবাগত টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এ সময় মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরকে, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর থানার ওসি মাজহারুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মধুপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীসমাজ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণী ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হাফিজুর রহমান।।