ধনবাড়ীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
টাঙ্গাইলের ধনবাড়ীতে মহান বিজয় দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইস্কা ইউনিয়নের বেলতলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা তথ্য সিনিয়র অফিসার তাহামিনা জান্নাতের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন।

এ সময় আরও বক্তব্য দেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম, আব্দুল ছাত্তার, স্থানীয় আওয়মী লীগ নেতা কাজী আওলাদুজ্জমান আদর প্রমুখ। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়সীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনও মুক্তিযোদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শেষে বাজার এলাকা ব্যবসায়ীদের দোকান পরিদর্শন করে স্বাস্থ্য সচেতন করেন।

হাফিজুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *