পঞ্চগড়ে বিজেবি কর্তৃক নায়েক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান কে নগদ অর্থ ক্রেস্ট প্রদান করেন

বাবুল হোসেন পঞ্চগড়
বিজয় দিবস ২২উপলক্ষে পঞ্চগড় ব্যাটলিওন ১৮ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন কর্নেল মাহফুজুল হক পদাধিক মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান বীর প্রতীক কে মহাপরিচালকবর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ হতে নগদ অর্থ ক্রেস্ট প্র প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক উপস্থিত ছিলেন। শুরুতেই মিলাদ মাহফিল দোয়া ও ইউনিট রেজিমেন্টাল পতাকা উত্তোলন ও দুপুরে প্রীতি ভোজের আয়োজন করেন পরবর্তীতে ফুটবল খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান রিটেড সিরিমনি প্যারেট বাংলা বান্দা বিজিবি বিএসএফ মিষ্টি বিতরণ চলছিল এই রিপোর্ট লেখা পর্যন্ত।

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *