February 5, 2025, 2:50 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বানারীপাড়া উপজেলার বাইশারীতে ভেকু দিয়ে অবৈধভাবে সন্ধ্যা নদীর তীরবর্তী বসত বাড়ির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট মেসার্স শিরিণ ব্রিক্স এর মালিক মিন্টু মৃর্ধাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ২০ ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় বাইশারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন উপস্থিত ছিলেন। অভিযানের সময় ইট ভাটার দু’জন শ্রমিককে আটক করা হয়েছে। #