আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার রঘুনাথপুর ৪নং ওয়ার্ডের মুন্সিপাড়া স্থায়ী বাসিন্দা। গতকাল রবিবার সকাল সাড়ে সাতটায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও আত্মীয়স্বজন রেখে গেছেন। উপজেলা নির্বাহী অফিসারে নেতৃত্বে পুলিশের একদল চৌকস সদস্য বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেন। গত রবিবার রাত সাড়ে আটটার দিকে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জানাজা শেষে পীরডাঙ্গী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আবু জাহেদ
পীরগঞ্জ, ঠাকুরগাঁও
Leave a Reply